You can plan, but what happens on a football field cannot be predicted

আমি কোনদিন দীর্ঘমেয়াদী প্ল্যানে বিশ্বাসী না। FPL এ কোনদিন এমনভাবে প্ল্যান করিনি যে গেমউইক ২ এ থাকতে ২০/২১ এ কি করবো। প্ল্যান লাগে, তবে সময় দেয়া সমস্যা। টেমপ্লেট টিম কি, সেটা খুজে বুঝতে সময় লাগে – তারচেয়ে ধুপধাপ ট্রান্সফার করবো সেটাই বেস্ট!
তবে এবার আমি ভিন্ন পথে হাটঁবো। FFPB অনেক টাকা পুরস্কার দিচ্ছে। খেলে আয় করি কিছুটা 😀

এবারের আমার প্ল্যান হলো GW9 এ WC খেলা। ৮ উইক পর্যন্ত কনস্টেন্ট প্লেয়ার ধরে রাখা। আপনি বিগত ৩ সিজনে পি.এল. ম্যাচ গুলো ফলো করে থাকলে বুঝবেন ঘুরে ফিরে সিটি, লিভারপুল, চেলসি এরা টপ ৩ এ থাকবে। আর্সেনাল, ম্যানউ, স্পারস টপ সিক্স। এবং এই ৬ টিম সিজনের প্রথমেই তাদের অবস্থান নিশ্চিত করে রাখতে জানান দিয়ে দেয়। সুতরাং আমার ফোকাস হবে গেমউইক ৮ পর্যন্ত এদের ফোকাস করে টপ 100K তে ঢুকে পড়া। এটা আমি আপনাকে বলতে পারি নিশ্চিতভাবে যে আপনি যদি ১০ গেমউইকে আপনি 100K তে ঢুকতে পারেন, আপনি আপনার GW1 এর টিম এ সারা সিজনে ম্যাক্স ১০ টা হিট নিয়ে টপ 70K ফিনিশ দিতে পারবেন। যত খারাপ আর বাজে ট্রান্সফারই করেন না কেন! বিশ্বাস আমারও হতো না, তবে বিগত ২ সিজনে আমি এ সত্য বেশ ভালোভাবে বুঝেছি।

Joshua Bull এর কথাই বলি, ২০১৯/২০ এর FPL চ্যাম্পিয়ান। সে অক্সফোর্ড ইউনিভার্সিটির Mathematical Oncology এর লেকচারার। সে সপ্তাহ শেষে প্রত্যেকটা প্লেয়ারের জোনাল আর পজিশনাল স্ট্যাটস নিয়ে চার্ট বানাতো। সেখানে প্রেডিকটিভ মডেল ব্যবহার করে দেখতো কার পয়েন্ট আসার সম্ভাবনা বেশি। সেভাবে সে প্লেয়ার নিতো! Interesting, huh? সে জেতার পর বলছিলো, every small information is plottable and important. সে আর জিততে পারে নি, আর কেউই ২য় বার পারেনি। তবে Statistics কিন্তু ভুল বলে না। অনেকেই বলে, Football is played in grass not in papers, কিন্তু পেপারওয়ার্কের প্রয়োজন না থাকলে Octa আসতো না।

আমার প্ল্যান গেমউইক ৮ পর্যন্ত কোন চিপ না খেলা, GW9 এ WC খেলা। টিম কিভাবে সাজাবো? ফোকাস থাকবে এদের উপর:

১. ম্যানসিটি:
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 99 (1st)
Goals Conceded: 26 (1st)
Clean Sheets: 21 (1st)

Most Points: Cancelo (201)
Goals: KDB (15)
xG: Mah rez (9.77)
Assists: Cancelo (11)
xA: KDB (10.86)
Big Chances: Mahrez (13)
Big Chances Created: KDB (16)

kcGPZN.md.jpg

UCL শুরু হবে GW7 এ। সুতরাং তার আগে পেপ রোটেশনের কথা মাথায় না রাখলেও হবে। BOU, CRY, NFO তিনটা লোপ্পা হোম ম্যাচ আছে সিটির প্রথম ৮ উইকে। সে হিসাবে আর স্ট্যাটস বিবেচনায়: ক্যানসেলোকে আপনার নিতেই হবে!
হালান্ড বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ২৪ গোল এসিস্ট।
আমার মতে সিটির এবার CS এর সংখ্যা বাড়বে। তাই Dias + Cancelo জুটি শুরু থেকে রাখা বেস্ট চয়েস।
ডিফারেন্সিয়াল হিসাবে গ্রিলিশ ভালো হবে যেহেতু স্টারলিং নেই।

২. লিভারপুল:
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 94 (2nd)
Goals Conceded: 26 (1st)
Clean Sheets: 21 (1st)

Most Points: Salah (265)
Goals: Salah (23)
xG: Salah (24.0)
Assists: Salah (14)
xA: Salah (13.2)
Big Chances: Salah (13)
Big Chances Created: TAA (18)

Bonus Pts: TAA (32), Salah (29)

kcGSaa.md.jpg

আপনার যদি ট্রিপল-আপ করতে হয়, তবে লিভারপুলের চেয়ে ভালো অপশন আপনি কোন ফ্যান্টাসি অ্যাপে পাবেন না!
সবাই তো সালাহ, ট্রেন্ট নিবে জানা কথা। কেউ কেউ হয়তো টাকার অভাবে ট্রেন্টের বদলে রব্বো নিবে। তবে আপনি ট্রিপল আপ করলে আমি বলবো সালাহ-ট্রেন্ট-ডিয়াজ। ৮ মিলিয়নের ডিয়াজকে GW18 এর পর ৯+ মিলিয়নে কিনতে হবে বলে দিলাম!

৩. আর্সেনাল:
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 61 (6th)
Goals Conceded: 48 (8th)
Clean Sheets: 13 (5th)

Most Points: Saka (179)
Goals: Saka (11)
xG: Saka (10.0)
Assists: Saka (9)
xA: Saka (8.43)
Big Chances: Martinelli (13)
Big Chances Created: Saka (8)

kcGgyv.md.jpg

সারপ্রাইজ, সারপ্রাইজ! আর্সেনাল আমার ৩ নং প্রেফারেবল টিম। কমদামে বেস্ট ফিক্সচার আর প্লেয়ার পাবেন আপনি আর্তেতার দলেই! ৮মিলিয়নের জেসুস তো ৬০%+ ownership নিয়ে ফরোয়ার্ড লিস্টের প্রথমে। ১১ গোল, ৮ এসিস্টের সাকা যে পেনাল্টিতে তা জানা সত্ত্বেও মানুষ নিচ্ছে না। হতে পারে সাকা আপনার মিডের খুঁটি।
ডিফেন্সে বেস্ট অপশন, গ্যাব্রিয়েল। যদি আপনি ৬ মি. এর মার্টিনেইলি কে চিন্তা করে থাকেন, তবে এখানে ঝামেলা হলো মার্টিনেইলির যুদ্ধ ESR এর সাথে। রোটেশন রিস্ক অনেক।
4.5m এর Tomiyasu বাজেটেই ভালো, কাজে ভালো হবে না।

৪. চেলসি:
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 76 (3rd)
Goals Conceded: 33 (3rd)
Clean Sheets: 16 (3rd)

Most Points: Mount (169)
Goals: Mount (11)
xG: Havertz (9.94)
Assists: Mount (11)
xA: Mount (7.78)
Big Chances: Havertz (18)
Big Chances Created: Mount (10)

Bonus: James (26), Mount (16)

kcGU8J.md.jpg

চেলসিকে নিয়ে আমি একটু চিন্তিত। মনে হচ্ছে টুখেল ওর পরিচিত ৫-৩-২ থেকে এবার ৪-৩-৩ খেলবে। যেহেতু Koulibaly + Silva + Kante আছে তাই ফরোয়ার্ড পুশ করার চান্স বেশি।
মাউন্ট Nailed. ৫ টাকার মেন্ডি হলো মেন্দির (মেহেদী) মতো। চান রাতের দিন (GW1 deadline) এ লাগাবেন, সব মুছে যাবে মেন্দি মুছবে না।
স্টারলিং এর ownership অনেক কম। তবে টানা ৫ সিজনে ১০+ গোল করা একমাত্র ইংলিশম্যান কিন্তু এই স্টারলিং। চেলসিতে এসে সে পুলিসিচ এর কপাল পুড়িয়ে দিলো।
জেমস নাকি চিলি বিতর্কে আমি সব সময়ই চিলি। কারণ চিলির ডিফেন্সিভ সেন্স ভালো। অন্যদিকে জেমস hot headed. চেলসির হয়ে টোটাল ১৯ টা হলুদ কার্ড আছে ওর নামে। TSB কিন্তু জেমসের বেশি (৪৫%)

৫. স্পারস:
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 69 (4th)
Goals Conceded: 40 (4th)
Clean Sheets: 16 (3rd)

Most Points: Son (258)
Goals: Son (23)
xG: Kane (21.11)
Assists: Kane (11)
xA: Kane (12.64)
Big Chances: Kane (33)
Big Chances Created: Kane (19)

Bonus: Son (27), Kane (23)

kcGsnI.md.jpg

কন্তে আসার পর মনে হলো দলটাকে কেউ সিরিষ কাগজ দিয়ে নিয়মিত ঘষছে! সিজনের সেকেন্ড হাফে কেইন-সন তো আগুন। এবছর স্পারস থেকে নিলে এ দু’জনকেই রোটেট করে নিতে হবে। তবে আমি সিজনের শুরু থেকে কেইন রাখার পক্ষে। প্রথমেই SOU, ৩, ৪ উইকে WOL, nfo. ভালো না লাগলে হালান্ডে চলে যাবো!
Perisic is fit? Yes – then take him! Spence নিয়ে পরে ভাবা যাবে। Doherty is OUT.

৬. ম্যানউ
2021/2022 এর স্ট্যাটস:

Goals Scored: 57 (8th)
Goals Conceded: 57 (13th)
Clean Sheets: 8 (13th)

Most Pts: Ronaldo (159)
Goals: Ronaldo (18)
xG: Ronaldo (16.47)
Assists: Pogba (9)
xA: Bruno (10.61)
Big Chances: Ronaldo (25)
Big Chances Created: Bruno (15)

kcG83g.md.jpg

টেন হেগ এর প্রি-সিজন দেখে তো রাশু কে নিতে মনে চায়। ৬.৫ এ একদম কচি একটা লেফট উইং। একটু বড় punt করলে সাঞ্চো ৭.৫ এ।
প্রিসিজন দেখে অনেকেই রোনাল্ডো গেলে মার্শিয়াল নিতে চাইছে দেখলাম। তবে Martial is a false footballer in my opinion. Fernandes রোনাল্ডো চলে গেলে পূর্বের ফর্মে ফিরতে পারে। ফিক্সচার কিন্তু GW4 পর্যন্ত খুবই নরম, আশঁহীন এবং সুমিষ্ট!
৪.৫ এ ডালোট নিতে উৎসাহ দিবো আমি।

 

এছাড়া মিড টেবিল দলের প্লেয়ার যারা ১-৮ উইকে সুইং ফিক্সচারে ভালো খেলবে তারা:

১. ভিলা
GW1-3 (bou,EVE,cry)
Cash (£5.0)
ডিফারেন্সিয়াল: Bailey (£5.0 & 2.4% TSB)

২. উলভস
GW1-6 (lee,FUL,tot,NEW,bou,SOU)
হিমিনেজ
সবাই নেটো নেটো করতেছে। কিন্তু শেষ ৩০ পি.এল. স্টার্টে নেটোর গোল সংখ‍্যা ২ টা মাত্র!

৩. ব্রাইটন
GW4-8 (LEE,ful,LEI,bou,CRY)
টোসার্ড, কুকুরেল্লা, সানচেজ

Thanks to: Drafthound, CORF_FPL, FbREF

Leave a Reply

3 thoughts on “You can plan, but what happens on a football field cannot be predicted

  1. ভিলার বেইলি কি আসলেই সিউর স্টার্টার ভাই??সিউর স্টার্টার হলে কমদামে আগুন পাওন যাইত আর আমারো এইবার প্র্য সেইম এমনই প্ল্যান ছিল

    1. হ্যা। গত সিজনে ইঞ্জৃরির জন্য খেলতে পারে নি। তবে বাজেট একটু বেশি থাকলে নেটো নেয়া যেতে পারে। শৃনলাম হিমিনেজ নাকি ইঞ্জুরিতে।

Jamie Pigott এর ব‍্যবচ্ছেদ

Which £8.0m Midfielder will be the Best to Start the Season with?