বুন্দেসলিগা ফ্যান্টাসির হাতেখড়ি
July 25, 2021
হ্যালো ফ্যান্টাসি ম্যানেজারস,
যারা আমাদের গ্রুপে নতুন জয়েন করেছেন আর সামনের ২০২১-২২ সিজনে যারা বুন্দেসলিগা ফ্যান্টাসি ম্যানেজারের খাতায় নতুন করে নাম লেখাতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ পোস্ট।
ফ্যান্টাসি ফুটবলের কথা উঠলেই স্বভাবতই সবার প্রথমে ফ্যান্টাসি প্রিমিয়ার লীগের কথাই প্রথম উঠে আসে ,ইংরেজি গনমাধ্যমের প্রভাবের কারনে প্রিমিয়ার লীগই আমাদের কাছে যেভাবে জনপ্রিয় ,সেভাবে হয়ত বুন্দেসলীগা জনপ্রিয় না । ইপিএল ফ্যান্টাসির তুলনায় বুন্দেসলীগা ফ্যান্টাসি একটু ভিন্ন ,সেই নিয়ম কানুন নিয়েই এখানে আলোচনা করব ।
১। আপনার প্রথম কাজ হচ্ছে https://fantasy.bundesliga.com/ সাইটে গিয়ে নিজের নামে একটা একাউন্ট খোলা অথবা প্লেস্টোরে গিয়ে বুন্দেসলিগা এপস টি নামানো,বুন্দেসলিগা এপস এফপিএল বা উচল এপসের থেকে অনেক আপডেটেড এবং ইউজার ফ্রেন্ডলি । আপনি চাইলে গুগল একাউন্ট বা ফেসবুক থেকে রেজিস্টার করতে পারবেন ।
- স্কোয়াড গঠন
এফ পিএল এর মত এখানেও আপনার কাজ ১৫ জনের একটা টিম বানানো। ১৫ জনের এই স্কোয়াডে আপনি নিতে পারবেন ২ জন গোলকিপার, ৫ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার এবং ৩ জন ফরওয়ার্ড। আপনাকে দেয়া ১৫০ মিলিয়ন বাজেটের ভেতর এই স্কোয়াড সাজাতে হবে, এজন্য চাইলেও সব পজিশনে সব ভালো প্লেয়ার নেয়া আপনার পক্ষে সম্ভব হবে না। তাই আপনাকে এ ব্যাপারে একটু quidnunc and prudent হতে হবে ।
২। প্রিমিয়ার লীগের মত খেলা একটি দল থেকে সর্বোচ্চ ৩ জন প্লেয়ারকে স্কোয়াডে নিতে হবে এমন কোন বাধা ধরা নেই। কিন্ত যেহেতু আপনার বাজেট সীমিত তাই আপনি চাইলেও বায়ার্ন ,ডর্ট্মুন্ড বা লাইপজিগ থেকে সব প্লেয়ার নিতে পারবেন না,অনেকটা de facto rules বলা চলে, প্রতি গেম শুরুর আগে ১৫ জনের স্কোয়াড থেকে ১১ জনকে নিয়ে প্লেইং এলেভেন বা একাদশ সাজাতে হবে। আপনি দুইটি গেমের মাঝে যতবার খুশি স্টার প্লেয়ার বা সাব চেঞ্জ করতে পারবেন ,সাবের জন্য আপনি কোন পয়েন্ট পাবেন না ।
৩। আপনার একাদশের আপনি তিন পজিশন ( এটাক,মিড,ডিফেন্স) এর জন্য তিনটা স্টার প্লেয়ার সিলেক্ট করতে পারবেন,এদের পয়েন্ট ১.৫ গুন হিসেবে কাউন্ট হবে প্রতি গেমউইকে । আগেই বলেছি আপনি যতবার খুশি ম্যাচের মাঝে স্টার প্লেয়ার চেঞ্জ করতে পারবেন ।
৪। গেমউইকে আপনার একাদশের প্লেয়ারদের পয়েন্ট কাউন্ট হবে; যদি একাদশের কোন প্লেয়ার কোন গেমউইকে না খেলে থাকে তবে আপনি অটো সাব অন করে রাখলে সাবস্টিটিউট হিসেবে বেঞ্চে থাকা প্লেয়ারের পয়েন্ট কাউন্ট হবে অগ্রাধিকার ভিত্তিতে। যদি অটো সাব অফ রাখেন তাহলে আপনি সাবের কোন প্লেয়ারের পয়েন্ট পাবেন না ।
৫। একাদশ সাজাতে গিয়ে আপনি বিভিন্ন ফরমেশন ইউজ করতে পারবেন। জনপ্রিয় কিছু ফরমেশন হল ৩-৪-৩, ৪-৩-৩ এবং ৩-৫-২।
৬। প্রতি গেমউইকে আপনাকে তিনটি করে ফ্রি ট্রান্সফার দেয়া হবে স্কোয়াডে দরকারী পরিবর্তন আনার জন্য । যদি কোন গেমউইকে আপনার ফ্রি ট্রান্সফারটি অব্যবহৃত থেকে যায় , এফপিএল এর মত পরবর্তী গেমউইকে একটি ফ্রি ট্রান্সফারসহ মোট দুটি ফ্রি ট্রান্সফার একইসাথে ব্যবহার করতে পারবেন না। কয়েক ম্যাচ ডের পর আনলিমিটেড ট্রান্সফার দেয় ওয়াইল্ড কার্ড,তখন এপসেই নটিফিকেশান আসবে ।
৭। প্লেয়ার ট্রান্সফারের ডেডলাইন থাকে ম্যাচ ডে শুরুর আগ পর্যন্ত। এর পরে করা ট্রান্সফার পরবর্তী গেমউইকের জন্য কার্যকর হবে। কোন কারনে টিম সাজাতে ভুলে গেলে আগের গেমউইকের টিমই কার্যকর থাকবে।
UCL Fantasy এর মতো??
besh kisu jaygay alada
অন্যদের টিম আমি কিভাবে দেখতে পারবো??
অর্থাৎ তাদের টিমে কে কে আছে এবং কত পয়েন্ট দিসে??
Match er majhe o player change kora jabe?