Jamie Pigott এর ব‍্যবচ্ছেদ

Chance favors the prepared mind.

এ বছর ৭ দিনের জন্য UK তে VIP গ্যালারিতে ২ টি ম্যাচ উপভোগ করবে Pigott. কারণ? ২০২১-২২ সিজনের FPL চ্যাম্পিয়ন সে। তার সাফল্যের পথটা বেশ ইন্টারেস্টিং। কারণ, তার ফপল একাউন্টে বেশ চরাই-উৎরাই আছে যা আমার আজকের আলোচনার বিষয়!

এটা কেন জরুরি? আপনি দেখবেন সব গেমারই আরেক গেমার এর খেলা দেখে। ফুটবলাররা আরেক প্লেয়ারের স্কিল দেখে। অনুকরণ না, এটা হচ্ছে পসিবল সকল মুভ নিজের স্লিভে রাখা। আমরাও এ কাজটা করবো।

জেমি GW1 এ খুবই সাধারণ ভাবে স্টার্ট করেছে। GW5 এ সে ছিল 900K এর বাইরে। এরপরে GW9 এ সে ১০৭ পয়েন্ট নিয়েছে যা তাকে টপ 100K তে ঢুকিয়ে দিয়েছে। এরপরে সে কখনো 100K এর বাইরে যায় নি!

GW15 তে পরপর ২ টি গেমউইকে বাজে খেলে চলে আসে 71K তে। গেমউইক ১৭-২৩ এ সে শুধু গ্রিন অ্যারো মেরেছে। র‍্যাংক এসে দাড়ায় ১১৩ তে! খাটের তলা থেকে সোজা আগরতলা!

সবচেয়ে বড় দাও টা সে মেরেছে GW26 এ। সালাহ TC। ৮৪ পয়েন্ট নিয়ে সে চলে আসে 33rd র‍্যাংকে। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় নি। অন্য ম্যানেজাররা চিপ খেলে জেমিকে ভুরুঙ্গামারী এর টিকেট ধরিয়ে দিলো। GW 28-31 এর মাঝেই সে টপ ৫০০ এর বাইরে চলে গেল। ঘুরে দাড়াতে সে প্রথম চিপ মারলো FH, GW33 তে! লাভ হলো না কিছুই। তার দলে ছিল না রোনাল্ডো (১৭ পয়েন্ট), সালাহও ছিল না (১৯ পয়েন্ট)।
আকাশ ভরা তারায় সে চলে গেল ১০০০ এর বাইরে। মরিয়া জেমি GW34 এ খেললো WC. এবার খেলাটা বেশ ইন্টারেস্টিং। সে দলে সালাহ, ট্রেন্ট রাখে নি!!! এক ধাপে ১০০০ এর বেশি থেকে সে চলে এলো ৩০০ এর ঘরে।

সবচেয়ে বড় কোপ টা মারছে সে GW36 এ। বেঞ্চ বুস্ট (২৫), কেডিবি ক্যাপ (৬০) পয়েন্টে এক গেমউইকে সে পেলো ২০১ পয়েন্ট!!
আমরা দেখি টপ ১০কে এর স্বপ্ন। এক উইকেই জেমি চলে এলো টপ ১০ এ। এরপরে পথ সহজ ছিল। সে তার বাকি FH টা খেলে চলে এলো টপ ১ এ। GW38 ছিল মোটামুটি ডট বল খেলে দিনটা পার করে দেয়ার মতো। শেষ উইকে সোনাল্ডো ক্যাপ দিয়ে ৭২ পয়েন্ট নিয়ে পজিশন ধরে রাখলো, বিশ্ব দেখলো নতুন চ্যাম্পিয়নকে।

Notable facts about his season:

– পুরা সিজনে সে ১০ টা হিট নিয়েছে, GW 21 পর্যন্ত মাত্র ৩ টা।
– WC খেলেছে GW8, 34 এ
– BB খেলে GW36 এ, বেঞ্চ পয়েন্ট ২৫
– TC Salah (84p) in GW 26
– GW8-20 পর্যন্ত তার দলে ৫ টা প্রিমিয়াম ডিফ ছিল!

জেমির সবচেয়ে বেশি থাকা প্লেয়াররা হলো:

Ramsdale (GW 8-32)
Trent (GW 4-6, 8-30)
Cancelo (GW 8-27, 31-36, 38)
Dias (GW 8-25, 36)
Salah (GW 1-18, 26-32)
Raphinha (GW 1-11, 26-32)
Jota (GW 12-25, 37)
Bowen (GW 16-28)
Martinelli (GW 18-33)
Broja (GW 11-32)
Dennis (GW 15-32, 34-36, 38)

জেমি যেসব প্লেয়ার নিয়ে গ‍্যাম্বল করেছে:

Coufal
Emerson
Bednarek
Van Dijk
Matip
Gundogan
Sterling
Mahrez
Mané
Diaz
Hwang
Armstrong

জেমি টেমপ্লেট টিমের যেসব প্লেয়ার নিয়ে মাথা ঘামায়নি:

Saka
Mount
Rüdiger
Maddison
Bernardo
Robertson
Gallagher
Laporte
Kulusevski
Coutinho

ক‍্যাপ্টেন নিয়ে করা তার এক্সপেরিমেন্ট:

Salah – ১১ বার
Kane – ৭ বার
Son – ৪ বার
Fernandes – ৩ বার
Sterling, Antonio – ২ বার
TAA, Bowen, James, KDB, Raphinha, Alonso, Richarlison, Ronaldo, Havertz – ১ বার

ক‍্যাপ্টেন থেকে সে টোটাল পেয়েছে = ৭৭০ (২০.৩ গড়ে প্রতি গেমউইকে). তার ৩৮ গেমউইকের মধ‍্যে ২৮ গেমউইকেই ক‍্যাপ্টেন ক্লিক করেছে!

Jamie’s Team of the season

Jamie's Team of the season

উপরের তথ‍্য উপাত্ত দিয়ে যা বুঝা যায়, তার সারমর্ম হলো জেমি পুরো সিজনেই ভালো মাপের জুয়া খেলেছে। তবে লাক অবশ‍্যই বড় একটা ফ‍্যাক্টর। যা ওর ছিল – ১ বারই কেডিবি ক‍্যাপ তাতেই ৬০। ওর টিম টেমপ্লেট টিমগুলো থেকে আলাদা ছিল ওর রিস্কের কারণে। যেমন সালাহ কে ছেড়ে দেয়া গেমউইক ৩৪ থেকে এটা বেশ বড় রিস্ক। সে সবসময় চেষ্টা করেছে “Good” প্লেয়ার নিতে, “Best” নিয়ে মাতামাতি করেনি। এবং গেমউইক ৮ থেকে ৫ -৩-২ খেলেছে ৫ টা প্রিমিয়াম নিয়ে, নিঃসন্দেহে এটা অনেক বড় রিস্ক।

FPL ২ বার কেউ চ‍্যাম্পিয়ন হয়নি। ১০ এর মধ‍্যে একাধিক বার থাকা প্লেয়ারের সংখ‍্যাও ১০ এর নিচে। সুতরাং এবার যে নতুন কেউ চ‍্যাম্পিয়ন হবে তাতে আমার কোন সন্দেহ নাই।

There’s no silver bullet, there’s nothing out there that is the one definitive thing you use…

What you’ve got to do is take every bit of information you’ve got, combine it, and then you’ve got to come up with your own weighting system, your own set of priorities and decide how much stock you put in each piece of information.

Leave a Reply

5 thoughts on “Jamie Pigott এর ব‍্যবচ্ছেদ

Top Six Goalkeepers Under £5.0m

You can plan, but what happens on a football field cannot be predicted