শুণ্য থেকে শুরু

হ্যালো ফ্যান্টাসি ম্যানেজারস,

যারা আমাদের গ্রুপে নতুন জয়েন করেছেন আর সামনের ২০২১-২২ সিজনে যারা এফপিএল ম্যানেজারের খাতায় নতুন করে নাম লেখাতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ পোস্ট।

ফ্যান্টাসি ফুটবলের কথা উঠলেই স্বভাবতই সবার প্রথমে ফ্যান্টাসি প্রিমিয়ার লীগের কথাই আলোচনার আসে। সারা বিশ্বের ৮ মিলিয়নেরও বেশি ম্যানেজার গত সিজনের এফপিএলে অংশ নেয়। এত ম্যানেজারের ভিড়ে নিজের মুন্সিয়ানা দেখানো যে চাট্টিখানি কথা নয় সেকথা বলার অপেক্ষা রাখে না। ৩৮ গেইমউইক জুড়ে চলা এই খেলার জন্য দরকার হয় ধৈর্য আর এনালাইসিস এর যোগ্যতা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে এফপিএল কে পরিচয় করিয়ে দেই।

১। আপনার প্রথম কাজ হচ্ছে Fantasy.premierleague.com  সাইটে গিয়ে নিজের নামে একটা একাউন্ট খোলা এবং ১৫ জনের একটা টিম বানানো। ১৫ জনের এই স্কোয়াডে আপনি নিতে পারবেন ২ জন গোলকিপার, ৫ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার এবং ৩ জন ফরওয়ার্ড। আপনাকে দেয়া ১০০ মিলিয়ন বাজেটের ভেতর এই স্কোয়াড সাজাতে হবে, এজন্য চাইলেও সব পজিশনে সব ভালো প্লেয়ার নেয়া আপনার পক্ষে সম্ভব হবে না।

২।  প্রিমিয়ার লীগে খেলা একটি দল থেকে সর্বোচ্চ ৩ জন প্লেয়ারকে স্কোয়াডে নিতে পারবেন। প্রতি গেমউইক শুরুর আগে ১৫ জনের স্কোয়াড থেকে ১১ জনকে নিয়ে প্লেইং এলেভেন  বা একাদশ সাজাতে হবে।

৩। আপনার একাদশের একজনকে ক্যাপ্টেন এবং আরেকজনকে ভাইস ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট করবেন। প্রতি গেমউইকে আপনার ক্যাপ্টেনের পয়েন্ট ডাবল কাউন্ট হবে। ধরুন, সালাহ যদি গেমউইক ১-এ ১২ পয়েন্টস দেয় , সে আপনার ক্যাপ্টেন হলে এর দ্বিগুণ কাউন্ট হবে অর্থাৎ ১২*২ = ২৪। আর কোন কারণে যদি আপনার ক্যাপ্টেন কোন গেমউইকে না খেলে থাকে , তবে সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেনের পয়েন্ট ডাবল হবে।

৪। গেমউইকে আপনার একাদশের প্লেয়ারদের পয়েন্ট কাউন্ট হবে; যদি একাদশের কোন প্লেয়ার কোন গেমউইকে না খেলে থাকে তবে সাবস্টিটিউট হিসেবে বেঞ্চে থাকা প্লেয়ারের পয়েন্ট কাউন্ট হবে অগ্রাধিকার ভিত্তিতে।

৫। একাদশ সাজাতে গিয়ে আপনি বিভিন্ন ফরমেশন ইউজ করতে পারবেন। জনপ্রিয় কিছু ফরমেশন হল ৩-৪-৩, ৪-৩-৩ এবং ৩-৫-২।

৬। প্রতি গেমউইকে আপনাকে একটি করে ফ্রি ট্রান্সফার দেয়া হবে স্কোয়াডে দরকারী পরিবর্তন আনার জন্য । একটির বেশি যতটি ট্রান্সফার করবেন প্রতিটির জন্য -৪ পয়েন্টস করে গুনতে হবে আপনাকে যেটা পরবর্তী গেমউইকের টোটাল পয়েন্টস থেকে কেটে নেয়া হবে। যদি কোন গেমউইকে আপনার ফ্রি ট্রান্সফারটি অব্যবহৃত থেকে যায় , তবে পরবর্তী গেমউইকে একটি ফ্রি ট্রান্সফারসহ মোট দুটি ফ্রি ট্রান্সফার একইসাথে ব্যবহার করতে পারবেন । কিন্তু , ধারাবাহিকভাবে তৃতীয় গেমউইকে তা কার্যকর হবে না, অর্থাৎ দুটির বেশি ফ্রি ট্রান্সফার কোন গেমউইকেই ইউজ করতে পারবেন না।

৭। প্লেয়ার ট্রান্সফারের ডেডলাইন থাকে গেমউইক শুরুর ৯০ মিনিট আগ পর্যন্ত। এর পরে করা ট্রান্সফার পরবর্তী গেমউইকের জন্য কার্যকর হবে। কোন কারনে টিম সাজাতে ভুলে গেলে আগের গেমউইকের টিমই কার্যকর থাকবে।

 

৮। চিপসঃ

বেঞ্চ বুস্ট – এ চিপটি আপনি সিজনে একবার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছানুযায়ী । এটি ইউজ করলে ওই গেমউইকের জন্য স্কোয়াডের ১৫ সদস্যের সবার পয়েন্টস কাউন্ট করা হবে।

ট্রিপল ক্যাপটেন – ট্রিপল ক্যাপ্টেন চিপটিও বেঞ্চ বুস্টের মত আপনি সিজনে একবার আপনার ইচ্ছানুযায়ী ইউজ করতে পারবেন । এবং এতে ঐ গেমউইকে আপনার ক্যাপ্টেনের পয়েন্টস তিনগুণ কাউন্ট হবে । (উদাহরণঃ সালাহ যদি আপনাকে গেমউইক ১-এ ১২ পয়েন্টস দেয় , সে আপনার ক্যাপ্টেন হলে এর দ্বিগুণ কাউন্ট হবে অর্থাৎ ১২*২ = ২৪ । আর তখন ট্রিপল ক্যাপ্টেন চিপ অ্যাক্টিভেট থাকলে তিনগুণ অর্থাৎ ১২*৩ = ৩৬)।

ফ্রি হিট – এই চিপটি ইউজ করলে কোন একটা গেমউইকে আনলিমিটেড ট্রান্সফার করতে পারবেন। পরের গেমউইকেই আপনার টিম আবার আগের অবস্থায় ফিরে যাবে। সিজনে মাত্র একবারই এই চিপটি ইউজ করা যাবে।

ওয়াইল্ড কার্ড – এক সিজনে ওয়াইল্ড কার্ড ব্যবহার করতে পারবেন দুইবার । ২০২১-২২ সিজনের জন্য প্রথম ওয়াইল্ড কার্ড ব্যবহার করা যাবে গেমউইক ২০ শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় ওয়াইল্ড কার্ড গেমউইক ২০ এর পরে যেকোন সময়। এটি অ্যাক্টিভেট করে আনলিমিটেড ফ্রি ট্রান্সফার করতে পারবেন।

মনে রাখতে হবে যে, একই গেমউইকে একটির বেশি চিপ ইউজ করা যাবে না

Leave a Reply

1 thought on “শুণ্য থেকে শুরু

FPL promoted picks: Norwich. Will they maintain their old record!!

Ferdous Azad Sovon

Best OR #3679 (season: 15-16).. UFFC-03 champion with IUT Invaders. AC Milan fan.

FFPB Captain's Pick

UCB FPL FEVER

By Rafsan