পেরেইরা কথন!
July 8, 2022
ফাব্রিজিও রোমানো এর “Here we go” দেখে ধরে নেয়া যায় ইউনাইটেড থেকে পেরেইরাকে সাইন করিয়ে নিয়েছে ফুলহাম। ইউনাইটেড প্যারেন্ট ক্লাব হলেও ২০১৬ থেকে লোনে খেলে এসেছেন গ্রানাডা, ভ্যালেন্সিয়া, লাজিও এবং সর্বশেষ নিজ দেশের ক্লাব ফ্লামেনগো থেকে।
তাকে নিয়ে ফ্যান্টাসি পাড়ায় অনেকের অনেক প্রশ্ন। সেই নানান ধরণের প্রশ্নের উত্তর নিয়েই এই পোস্ট।
১/ ফ্যান্টাসি পাড়ায় পেরেইরার এত হাইপের কারণ কি?
– FPL এ পেরেইরা এর পজিশন দেয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে এবং দাম নির্ধারণ করা হয়েছে ৪.৫ । বরাবরের মত এবারও ম্যানেজাররা দলকে ব্যালেন্স করতে এই বাজেটের গুটি কয়েক প্লেয়ার টার্গেট করে থাকেন তাই পেরেইরা এদের মধ্যে অন্যতম।
২/ পেরেইরা কি রেগুলার হবে?
– ফুলহামের রেগুলার এটাকিং মিডফিল্ডার ফাবিও কারভালহো কে দলে ভিড়িয়েছে লিভারপুল এবং ঠিক ওই পজিশনের জন্যই দলে পেরেইরাকে আনা হচ্ছে বলে আমি মনে করি। তাছাড়াও পেরেইরা একজন ভার্সেটাইল মিডফিল্ডার। মিডফিল্ডের যেকোন অপশনে (ডিফেন্সিভ, সেন্ট্রাল, এটাকিং) নিজেকে মানিয়ে নিতে পারবেন এবং কন্ট্রিবিউট করতে পারবেন বলে মনে করি।
৩/ পেরেইরা এর এটাকিং থ্রেট কেমন?
-আমার মতে পেরেইরা ফুলহামে খেলবেন এটাকিং মিডফিল্ডার অর্থাৎ নম্বর ১০ হিসেবে, যেই রোল পালন করতে দেখা গেছে ফাবিও কারভালহো কে। যেহেতু আপনি তাকে দলে নিলে ইনিশিয়ালি ম্যাক্সিমাম টাইম বেঞ্চে রাখার জন্যই নিবেন সেদিক থেকে মাঝে মধ্যে এটাকিং রিটার্ন দিয়ে আপনার বেঞ্চ গরম করার সামর্থ্য পেরেইরা রাখে।
৪/ মুখের চাপা বাদ দেন, এবার কিছু স্ট্যাট দেখান তো দেখি?
21/22
Played – 13
Starts – 9
Goals – 2
Assist – 1
Shots – 20
Shots/90 – 2.27
Chance Created – 12
Big Chance Created – 1
একজন ৪.৫ রেঞ্জে স্টার্টার হিসেবে মন্দ বলা যায় না।
৫/ আপনি কি আপনার দলে তাকে কাউন্ট করবেন?
– ডিল অফিশিয়াল হয়ে গেলে এবং আমি যদি ৪ মিডফিল্ডার নিয়ে সিজন শুরু করার চিন্তা করে থাকি তাহলে অবশ্যই ৪.৫ রেঞ্জে ও একটা ভালো অপশন। আপাতত অন্যান্যদের চেয়ে বেটার মনে হচ্ছে।